কুয়াকাটা সমুদ্র সৈকতঃ
কুয়াকাটা সমুদ্র সৈকতের জন্য পটুয়াখালী জেলা ‘‘সাগর কন্যা’’ নামে খ্যাত। ‘‘কুয়া’’ শব্দ থেকে স্থানীয়ভাবে কুয়াকাটা নামটি হয়েছে বলে সকলের ধারনা। এ অঞ্চলে রাখাইন সম্প্রদায়ের লোকেরা আবাস গড়ার পর খাওয়ার পানির জন্য কূপ খনন করে এবং সেখান থেকেই এ নামকরণের সৃষ্টি হয় বলে অনেকের ধারণা। এ সৈকত একই স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় যা বিশ্বে বিরল। প্রতি বছর প্রচুর পর্যটক এ সৈকতে ভ্রমণে আসেন। সৈকতটি প্রায় ১৮ কিঃমিঃ দীর্ঘ এবং ১ কিঃমিঃ প্রশস্ত। সৈকতের পাশে সবুজ বনের বেষ্টনী ছাড়াও আছে সারি সারি নারিকেল গাছ। প্রতি বছর রাশ পূর্ণিমার সময় এখানে বড় মেলা বসে। এ মেলায় দূর-দূরন্ত থেকে প্রচুর মানুষ আসে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS