Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

The tradition of the department

 

কুয়াকাটা সমুদ্র সৈকতঃ  

 

কুয়াকাটা সমুদ্র সৈকতের জন্য পটুয়াখালী জেলা ‘‘সাগর কন্যা’’ নামে খ্যাত। ‘‘কুয়া’’ শব্দ থেকে স্থানীয়ভাবে কুয়াকাটা নামটি হয়েছে বলে সকলের ধারনা। এ অঞ্চলে রাখাইন সম্প্রদায়ের লোকেরা আবাস গড়ার পর খাওয়ার পানির জন্য কূপ খনন করে এবং সেখান থেকেই এ নামকরণের সৃষ্টি হয় বলে অনেকের ধারণা। এ সৈকত একই স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় যা বিশ্বে বিরল। প্রতি বছর প্রচুর পর্যটক এ সৈকতে ভ্রমণে আসেন। সৈকতটি প্রায় ১৮ কিঃমিঃ দীর্ঘ এবং ১ কিঃমিঃ প্রশস্ত। সৈকতের পাশে সবুজ বনের বেষ্টনী ছাড়াও আছে সারি সারি নারিকেল গাছ। প্রতি বছর রাশ পূর্ণিমার সময় এখানে বড় মেলা বসে। এ মেলায় দূর-দূরন্ত থেকে প্রচুর মানুষ আসে।